webnovel

আমার গেম

আমরা সবাই পতিনিয়ত কোনো না কোনো গেম ঠিকি খেলছি। হয়তো বা বাস্তব জীবনে নয় তো বা মোবাইল ফোনো। আজকাল কার দিনে মনে অনেক গেম আমাদের মাঝে থেকে বিদায় নিছে বাস্তব জীবনে কিছু গেম যেমন ঃগোল্লাছুট,লাঠিবাড়ি খেলা, স্বামী স্ত্রী, পুতুল পুতুল আরও অনেক কিছু হারিয়ে ফেলেছে আমাদের এই দেশ। আজ এই গেম গুলো বিলুপ্ত হয়েছে একটাই কারনে সেটা কি জানেন আমাদের হাতের এই টাচস্ক্রীন ফোন।হা এটা মেনে নিচ্ছি যে মানুষের ফোন দরকার হয় অনেক কাজে। কেউ হয়তো বা ভালো কাজ করছে আবার কেউ হয়তো বা এতো খারাপ কাজ করছে তা বলার বাইরে। সাধারণত আজকাল কার ছেলে মেয়েদের জীবনে একটা কাহিনি বলি।আজকাল কাল তো সব ছেলে মেয়ে Free Faire... বা..Pubg Game খেলি তাই না। আচ্ছা এই গেম গুলো খেলে মনে হয় অনেক মজা ওদের কাছে হা এটা একটা আসক্তি। আসক্তি কারণ টা হলো এই সব গেমে অনেক মানুষ একসাথে গেম খেলতে পারে যেটা তারা মজা পাই কিন্তু এটা ভাবলনা যে ফোনে গেম খেলে যে ওতো মজা পাই তাহলে বাস্তব জীবনে কি রকম মজা পাবে। আবার জানা যায় ছে এই গেমে নাকি টাকাও খরচ করা লাগে।আমি ১০০%গেরান্টি দিচ্ছি যে এইসব গেম গুলো যে খেলে তার মাথার ৮০%মেন্টাল হয়ে যায়। যার কারনে তারা অনেক খারাপ ব্যাবহার করে যেমন তারা মায়ের সাথে উচ্ছ আওয়াজে গলা ফাটায়া কথা বলে.তাই সবাই বাস্তব এমন গেম খেলো যাতে তোমার সম্মান পায়ে না মাটিতে থাকে।