webnovel

World Tour-01

[গল্পটি সম্পূর্ণ কাল্পনিক,এটির চরিত্র বা কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই বা কোনো সংগঠনের সাথে যুক্ত না । নিজ দ্বায়িত্বে পড়ুন ।]

"ফ্যান্টাসি গল্প : ওয়ার্ল্ড জার্নি!"

লেখক মোঃ মুন্না

পর্ব : ০১(ডেমন জেল কন্টিনেন্ট,সিল্কেন সিটি!)

"সবাই তাড়াতাড়ি কর ।" চিৎকার করে মধ্যবয়সী লোকটা তাড়াহুড়ো করে বললো । তার চোখে ভয়ের একটা আভাস দেখা যাচ্ছে । এটা সেই রাস্তা যেখান দিয়ে মানুষ কিছুতেই অতিক্রম করতে চায় না ।

এটা সেই বিখ্যাত বোন রোড মাউন্টেন । এই রাস্তার পাশ দিয়ে অনেকগুলো লোকের কঙ্কাল পড়ে আছে । সেই ঠান্ডা রাত আর চাঁদের আলোয় কঙ্কালের ভাঙা দৃশ্য একজনকে নিজের অজান্তেই তার সমস্ত লোম দাঁড়িয়ে থাকার যথেষ্ট অনুভূতি দেয় ।

"জনাব, সামনেই মাত্র তিন মাইলের পথ পেরিয়ে আমরা অর্ধ প্রহরে সিল্কেন সিটিতে পৌঁছাব ।" একজন সাহসী ছেলে বললো । এই বণিকের দল সিল্কেন সিটিতে পৌঁছানোর জন্য বহু পথ পাড়ি দিয়েছে । প্রায় চারশত ছাব্বিশ মাইলের পথ পেরিয়ে আসার পরে আর মাত্র তিন মাইলের কথা ভাবতেই মধ্যবয়সী লোকটার সাহস আবার বেড়ে গেলো । তার মনে অনেক টাকার লোভে ভরে গেলো ।

লোকেদের এই একটা বড় দল হোয়াইট হর্সের উপর চড়ে আসছে । রাতের স্নিগ্ধ আলোয় ঘোড়ার পিছনে থাকা গাড়িটাতে লাল আগুনের লন্ঠন জ্বলছে ।

লোকেদের দল কথা বন্ধ করতেই আবার পরিবেশটা খারাপের দিকে মোড় নিলো ।

চি~চি~

কয়েকটা ইঁদুরের একটা ছোট দল সামনে দিয়ে পাহাড়ী রাস্তা পেরিয়ে গেলো । এই দীর্ঘ নীরবতা ভঙ্গ করে হর্সগুলো কিছুটা ভয়ের সাথে লাফিয়ে উঠলো । আস্তে চলার পরিবর্তে এই হর্সগুলো দৌড়ে গেলো এলোমেলোভাবে ।

"থাম~"

"হর্স সামলাও~"

"বাচাঁও~"

অন্ধকারে পুরুষদের জোরে চিৎকার আবারো শীতল সংবেদনশীলতা বাড়িয়ে দিলো । কিছু লোক পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়েছে । ভাগ্যবানরা দ্রূত নিজেদের ঘোড়া থামাতে পেরেছে । কিছু হর্সের নাক বেয়ে হালকা রক্ত ঝড়ছে, স্পষ্টতই লাগাম টানার জোরে ।

হর্সগুলো জোরে জোরে চিৎকার করছে । লোকেদের চোখ ভয়ে ভরে গেলো । তারা দ্রুত নিজেদের ঘোড়া থেকে নেমে গেলো । শক্ত পাথরে হালকা শব্দ আর ছোট পাথরের ছিটকে পড়ার শব্দ অন্ধকারে যেন বারবার কানে প্রতিধ্বনিত হচ্ছে ।

"আগে গাড়ি চেক কর । দেখ সবকিছু ঠিক আছে কি না ।" লোকেদের দল নিজেদের চিন্তা না করে বরং গাড়ির দিকে ফিরে গেলো । কিছু ব্যাক্তি ঘোড়াগুলোর যত্ন নিতে পিছনে থেকে গেলো ।

ক্যারেজের ভিতরটা হালকা অন্ধকারে ঢেকে আছে । ভিতরের কয়েকটা ছোট ছোট বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে । শিকলগুলো ক্যারেজের দেলালের সাথে যুক্ত করা হয়েছে । শিকল দেখতে পাতলা তবে কালো লোহা দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে পাঁচটা বাচ্চা দেখা যাচ্ছে । যার মধ্যে একটা মেয়ে আর চারটা ছেলে । তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ।

"হেহেহে বস, এগুলো এখনো ঘুমাচ্ছে ।" মুখে কাঁটা দাগ নিয়ে একজন লোক বললো । তার মুখটা হাসির সময়ে কাঁটার আঘাতের জন্য অন্যরা তাকে ঘৃণা করতো ।

"এখন নিজের নিজের আচরণ ঠিক করো । আমরা সিল্কেন সিটিতে পৌঁছালে দ্রুত এদের বিক্রি করতে পারব । এরা সবাই ভালো বংশের বাচ্চাকাচ্চা । এদের ব্লাডলাইন অত্যান্ত বিশুদ্ধ । পর্যাপ্ত সময়ে এদের সবার শরীর দ্রুত শক্তিশালী হবে ‌। শহরের কিছু নোংরা বৃদ্ধ ধনী মহিলা নিজেদের জন্য কচি ছেলে পছন্দ করে ।" মধ্যবয়সী পুরুষ লোকটা হাতা নেড়ে নোংরাভাবে হেসে বললো ।

একদল লোক হেঁসে বললো,"ঠিক আছে,যেমনটা আপনি বলবেন বস । আমরা শুধু আশা করি আমাদের ভবিষ্যত আরো উন্নত হবে আপনার নেতৃত্বে ।"

বাকিরা শীঘ্রই চাটুকারিতা করলো,"বস একজন শক্তিশালী হান্টার । এবারে সরাসরি মাস্টার র্যাঙ্কে প্রবেশ করলে আমাদের দলের সবাই আরো ভালো জীবনপথ বেছে নিতে পারব ।"

সবাই কিছুক্ষণ তেল দেওয়ার পরে গ্রুপ লিডার একটা কাশি দিয়ে আবার যাত্রা শুরু করলেন । সর্বোপরি তাদের লক্ষ্য দ্রুত গতিতে সিল্কেন সিটিতে পৌঁছানো । এই সময়টা মাত্র সন্ধ্যা । যদি সমস্ত তথ্য সঠিক থাকে তবে আজকেই তারা বড় একটা জ্যাকপট লাগাতে পারবে ।

"এই উচ্চপদস্থ লোকেদের বাচ্চাদের একটা ছোট দল আমাকে হতাশ করবে না।" বণিকদের ছদ্মবেশে থাকা লোকেরা নিজেদের স্বান্তনা দিলো ।

শীঘ্রই পাহাড় পেরিয়ে একটা ফরেস্ট দেখা গেলো । ফরেস্টটা সম্পূর্ণ গাছে ভর্তি । তবে সবাই যেমন আশা করেছিল তেমন না বরং এখানে গাছগুলো মারা গেছে । ডালগুলো শুকিয়ে যাচ্ছে । কিছু গাছের কান্ডে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে ।

আও!

রাতের আঁধারে দূরত্বে অনেক উলভসদের গর্জন শুনতে পাওয়া যায় ।

"সবাই দ্রুত কাজ কর । এই ফরেস্ট পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ।" ফরেস্টের রাস্তায় ঘোড়াগুলো দৌড়ে গেলো । এমনকি চরম পর্যায়ে দ্রুত কাজ করার আশা করছে তারা ।

আও!

অন্ধকারে একদল উলভসদের সবুজ চোখ দেখা গেলো । উলভসগুলো দ্রুত গতিতে লাফিয়ে ঘোড়াগুলোর উপড়ে ঝাঁপিয়ে পড়েছে ।

"সবাই ডিফেন্স কর আর এট্যাক কর । আর্চাররা দ্রুত অ্যারো ছুঁড়ো । বাকিরা আমার সাথে আসো ।" নেতা হর্সের পিঠ থেকে লাফিয়ে উঠল । তার চোখ ঠান্ডা আলোয় জ্বলে উঠল । কিলিং ইনটেন্ট তার শরীর থেকে একটা লাল ধোঁয়ার মতো ছড়িয়ে পড়লো যার কারণে উলভসগুলোর বিপদের তীব্র অনুভূতি দেখা দিয়েছে ।

কপার স্টেজের মাঝামাঝি থাকা সমস্ত উলভস চিৎকার করে উঠলো । নেতার হাতে থাকা সাবের ঠান্ডা আলোয় জ্বলে উঠল । তার ব্যাটল অউরা একটা আর্কটিক আকৃতির হয়ে একটা উলভের শরীর ভেদ করে । গরম লাল রক্ত চারদিকে স্প্রে করে । রক্তের তীব্র গন্ধ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লো । লাফ থেকে মাটিতে নেমে নেতার পা একটু একটু কেঁপে উঠলো । পর মুহূর্তে তিনি দশ মিটার দূরত্বে আরেকটা উলভের শরীরে আঘাত করলেন । ধারালো ব্যাটল অউরা তাৎক্ষণিকভাবে উলভের শরীর ছিদ্র করে ঠান্ডা আলোর সাথে লাল রক্ত বেরিয়ে আসলো ।

সময়ের সাথে সাথে উলভের গর্জন আর ঠান্ডা আলোয় রাতের জঙ্গল কেঁপে উঠলো । মাটিতে লাল রক্ত দ্রুত দ্রুত চুষে গেলো যেন এর কোনো অস্তিত্ব নেই ।

শীঘ্রই যুদ্ধ শেষ হয়ে আসলো । একতরফা বিজয় নিয়ে সবাই এগিয়ে গেলো ।

"আজকের যুদ্ধটা আসলেই পুরোপুরি খারাপ।"

---

সিল্কেন সিটি...!

দীর্ঘ জার্নিতে দলটা দ্রুত সিল্কেন সিটির কাছে এসে পৌঁছাল । সিল্কেন সিটি ডেমন জেল কন্টিনেন্টের সবচেয়ে দ্বিতীয় বড় শহর । এখানে কয়েকলক্ষ লোক বাস করে । এর আয়তন অন্যান্ত বিশালাকার ।

একটা বিশাল গেটের সামনে লম্বা লাইনে একদল লোক দাঁড়িয়ে আছে । তারা বণিকের মতো চেহারা পাল্টে এসেছে । শহর থেকে বিশাল ব্যাটল অউরার সমৃদ্ধ উত্থান একজনকে বুদ্ধি থেকে ভয় দেখায় ।

"বাহ,এটা সিল্কেন সিটি ।" একজন ব্যাক্তি বিষ্ময় নিয়ে বললো ।

"এটা অনেক বড় । সেই শক্তিশালী ব্যাটল অউরা ।" ব্যান্ডিটদের একজন শুকনো ঠোঁট চাটল ।

"বিশ্বের দ্বিতীয় শহরের প্রত্যাশা অনুযায়ী ।"

"কত বোকা । দেশীয় বাম্পকিনের মতো অভিনয় বন্ধ করো । এসব কাজ করতে থাকলে সমস্যা আনবে ।" লিডার ধমক দিল। যদিও তিনিও অবাক হয়েছিলেন তবুও তিনি তা চেপে রাখতে পেরেছিলেন ।

"দাঁড়াও,শহরে প্রবেশের ফি জনপ্রতি দশটা ব্যাটল অউরা স্টোন আর একটা ক্যারেজের জন্য পঞ্চাশটা ব্যাটল স্টোন । যদি রাতে রাস্তায় ক্যারেজ রাখা হয় তবে জরিমানা করা হবে ।" গেটের পাশে হিসাবরক্ষক ঠান্ডা গলায় বললো ।

নেতা শুষ্ক হেসে বুক পকেট থেকে একটা পাউচ রাখলেন,"আপনার আদেশের জন্য ধন্যবাদ হিসাবরক্ষক ।"

সবকিছু ঠিকঠাক আছে দেখে কাউন্টারার তাদের কিছু টোকেন দিলো ।

"সবাই একটা করে টোকেন পরিধান করো । টোকেনের মেয়াদ শেষ হবার আগে আবার নতুন টোকেন তৈরি করতে হবে । নাহলে পরবর্তীতে জরিমানা করা হবে ।"

"আমরা মনে রাখব ।" নেতা টোকেন নিয়ে সবার কাছে একটা করে টোকেন দিল ।

ক্যারেজের পিছনে একজন গার্ড ক্যারেজ খুললো জিনিসপত্র চেক করতে । তার পাশেই একটা ব্যান্ডিট দাঁড়িয়ে আছে ।

"আমরা *** সংস্থার মালামাল আনছি ।" লোকটা ঠান্ডা গলায় বললো । তার সুরে অহংকার আর আত্মতৃপ্তি মিশে আছে ।

তারপরে,তিনি গার্ডের দিকে একটা টোকেন বের করে দেখালো । গার্ড মাথা নাড়ল । পরবর্তীতে লোকটা একটা পাউচ গার্ডের হাতে তুলে দিলো ।

"সবকিছু ঠিক আছে । গাড়ি সামনে যেতে দাও ।" গার্ড পাউচের ওজন মেপে বললো । আশেপাশে কেউ দেখছে না নিশ্চিত করে সেটাকে জামার ভিতরে ঢুকিয়ে রাখলেন ।

"আপনার সহযোগীতার জন্য ধন্যবাদ ।" নেতা মুচকি হেসে বললো ।

গাড়িতে সবকিছু ঠিকঠাক হিসাব করে সবাই শহরে প্রবেশ করলো । শহরের বাইরের অংশ দূর্দান্ত ব্যাবস্থাপনাসহ এলাকা ।

সিল্কেন সিটির ভিতরের বিশাল রাস্তা দিয়ে ক্যারেজের পাশপাশি ঘোড়া যাবার দৃশ্য সাধারণ । কারণ ভিতরে দেখা যায় এমন অনেক গাড়ি আছে । সবাই নিজেদের কাজে যাচ্ছে ।

"আমরা পৌঁছে গেছি ।" নেতা একটা বড় বাড়ির কাছে থামলেন । বাড়ির বাইরের অংশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে । তাদের অউরা বন্য আর বিশৃঙ্খল । একটা বিশাল পর্বতের মতো বিশাল । এখানে থাকা ব্যাক্তিরা কেউই সাধারণ না ।

"শুভেচ্ছা স্যার,আমরা মালামাল পৌঁছে দিতে এসেছি । এটা আমাদের টোকেন ।" নেতা আদরের সুরে আস্তে আস্তে বললো । তিনি হাতা থেকে একটা কালো টোকেন বের করলেন ।

নীরবতার লোকজন মাথা নাড়ল । "মালামাল দেখাও ।"

"এখানে পাঁচজন আছে ব্যাটল মাস্টার ।" নেতা ইশারা দিতেই ক্যারেজের দরজা খুলে গেলো । লোকটার হাতের ইশারায় ক্যারেজের অন্ধকারে একটা অউরা লাইট জ্বললো ।

"এরা সবাই বেশ ভালো পরিবার থেকে এসেছে । প্রথমজন একজন ছোট মেয়ে । এই ছোট মেয়ে একজন জিনিয়াস । এই বয়সেই কপার স্টেজে পা রাখতে যথেষ্ট প্রতিভাবান ।" লিডার হাত ঘসে বললো । "বাকি চারজন ছেলে চারটা শহরের প্রধান পরিবারগুলো থেকে আনা হয়েছে । সবাই সেই শহরের সেরা চিকিৎসা ভোগ করেছে ।"

ক্যারেজে থাকা সমস্ত ঘুমন্ত বাচ্চাদের শিকল খোলা হলো । তাদের ছোট ছোট মুখে অজ্ঞন থাকার সময়েও ভয়ের ছাপ যা ইঙ্গিত দেয় তাদের ধরার সময়ে ভালো কিছু হয়নি ।

একজন লোক তাদের সাথে গিয়ে চেক করলো । "সব কয়টা বাচ্চা ভালো প্রতিভাবান । তাদের মূল্য অনেক ভালো হবে ।" লোকটা মুখে ভালো ঈঙ্গিত দেখিয়ে বললো ।

"ঠিক আছে তুমি তাড়াতাড়ি সেখানে যাও । আসল ব্যাবসার সময় শেষের দিকে ।" নিচে থাকা একজন ব্যাক্তি তাড়াহুড়ো করে বললো ।

"ঠিক আছে । আমি সেখানে যাচ্ছি ।" লোকটা ক্যারেজ নিয়ে রাতের আঁধারে হারিয়ে গেলো ।

"এদের মেরে ফেলো ।" রিসিভার লোকেরা ঠান্ডা আলো ছড়াতে থাকা একটা করে ব্লেড বের করলেন ।

এই দেখে নেতার অভিব্যাক্তি ঠান্ডা হয়ে গেলো । তিনি রেগে গেলেন । তিনি অভিশাপ দিয়ে বললেন । "আমরা তোমাদের কাজ সম্পন্ন করেছি । আমাদের মারতে হবে কেন ?"

"তোমরা বোকা । এই পাঁচটা শিশু শেষ পর্যন্ত নিজের নিজের পরিবার হারিয়েছে । আর তোমরা বোকারা বোন রোড মাউন্টেন দিয়ে এসেছ । তাদের উপর বোন রোড মাউন্টেনের ক্ষয়কারী অউরা ঝিকিমিকি করছে । তোমাদের যে পরিমাণ অর্থ আমরা দিতাম তার থেকে বেশি এই শিশুদের উপর ঢালতে হবে ।" একজন লোক কিলিং ইনটেন্ট নিয়ে বললো ।

"তোমরা কি করে বুঝলে আমরা শর্টকাট নেওয়ার জন্য বোন রোড মাউন্টেন দিয়ে এসেছি ? এটা কি হতে পারে সেই গুজবগুলো সত্য ? না না এটা হতে পারে না ।" নেতার মনে হলো তার মনে হাজার হাজার বিষ একত্রে ঢেলে দেওয়া হয়েছে ।

"ঠিক আছে এটা সত্য । কেবল তোমাদের মতো দুর্বলরাই ভাববে এটা মিথ্যা ।" লোকটা হাসলো । মৃত্যুর মুখে থাকা কাউকে রহস্য বলতে তিনি পছন্দ করেন ।

"আমা~আমাদের ছেড়ে দিন । আমাদের কোনো ব্যাটল অউরা ক্রিস্টাল লাগবে না ।" নেতা হঠাৎ পালাতে চাইল । তার মন আফসোসে ভরে গেলো । তার অতি লোভে সবকিছু নষ্ট হয়ে গেছে । এমনকি পথে তার কমরেডদের একটা বড় অংশ হারাতে হয়েছে তাকে ।

"হাহা,কত বোকা ।" লোকটা ব্লেড চালালো ‌। বিপরীতে ব্যান্ডিটদের অভিব্যাক্তি ছাই ।

"আমাদের মেরো না । তোমরা যা বলবে আমরা তাই করব ।"

"সব তোমার দোষ বস~"

"আহ~"

কিছুক্ষণ পরে নিজেদের ব্লেড থেকে রক্ত মুছে সবাই সেখান থেকে চলে গেলো । রক্তের গন্ধ অনেক মানুষের পাশপাশি গার্ডদের এখানে আকৃষ্ট করে ।

"ব্ল্যাক আয়রন ব্যাটল অকশন হাউস!"

বিশাল শব্দে ঝলমলে লেখার দিকে তাকিয়ে লোকটা মুচকি হাসলো । সোজা বিশাল এলাকা পেরিয়ে গাড়ি অকশন হাউসের পিছনের এলাকায় হাজির । লোকটা ক্যারেজের দরজা খুললো । তারপরে হালকা মুচকি হাসলো ।

"আমি জানি তুমি জেগে আছো ছোট ছেলে । যদিও তুমি চোখ বন্ধ করে আছো তবুও তোমার হার্টবিট অনেক দ্রুত বাড়ছে ।"

ক্যারেজের ভিতরে ধীরে ধীরে একজোড়া চোখ খুলে গেলো ।

চলবে...!(Continue...!)

প্রত্যাকে নিজের ভাষায় ট্রান্সলেট করে নিবেন ‌।

Monna3G5icreators' thoughts